কয়রায় ২ নভেম্বর এ বছরের মাধ্যমিকের জেএসসি ও মাদ্রাসার জেডিসিরি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর এবং শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাদ্যমিক অফিস সুত্রে জানা গেছে উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ২ হাজার ১ শ ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সকল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ বছর ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অপরদিকে ৩ টি মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসা কেন্দ্রে এ বছর ৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তবে এদের মধ্যে বেশির ভাগ অনুপস্থিত ছিল ছাত্রী। এ ছাড়া উপজেলার মদিনাবাদ কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর-ই আলম ছিদ্দিকী পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।