বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে এক আলোচনা সভা গত ২ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড.কমলেশ কুমার সানা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ¦ সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সমবায় অফিসের হিমাদ্রী কুমার ঢালী, সুকুমার দাস, রবিউল ইসলাম,সমবায়ী কমলেস চন্দ্র মন্ডল,ইউপি সদস্য সুলতানা মিলি,ইজিবাইক চালক সমিতির সভাপতি আবদুর রউফ প্রমুখ।