চলতি জেএসসি ও জেডিসি পরীক্ষায় উপজেলার ১৫ ইউনিয়নে ১’শ ৩৭ টি প্রতিষ্ঠানের ৮ হাজার ২’শ ৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় এবারের অংশ নিচ্ছে। ১৫ টি পৃথক কেন্দ্রের মধ্যে জেএসসি ৯টি,মাদ্রাসা ৩ টি ও ভকেশনাল ৩ টি কেন্দ্রে স্কুল ৮২টি,মাদ্রাসা ৫০ টি ও ভকেশনাল ৫ টির ওইসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল্হাজ আবদুল মমিন মন্ডল জানান,প্রথম দিনের পরীক্ষায় শনিবার সব ক’টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।