সারাদেশের সাথে একযোগে বরিশাল বোর্ডের অধীনে শনিবার সকাল ১০টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩৩৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যারমধ্যে ৬৩ হাজার ৩৭৭ জন ছাত্রী আর ৫৩ হাজার ৯৬১ জন ছাত্র। বরিশাল বোর্ডে ১ হাজার ৭১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি ভিজিলেন্স টিম পরীক্ষার তদারকীর দায়িত্বে রয়েছেন।