কুড়িগ্রামের সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব নাগেশ্বরী, নাগেশ্বরী প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাব, নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাব ও ভুরুঙ্গামারী প্রেসক্লাব ও ভুরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের বিভি ন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকদের পক্ষ থেকে শোকসন্তপত্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের রুহের মাগফেরাতা কামনা করা হয়। অনেকেই যেন তার হঠাৎ চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি।
রাগ কিংবা বার্ধক্য জনিত নয় একেবারে সুস্থ্য শরীর নিয়েই হঠাৎই এই পৃথিবী থেকে চলে যান নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার গণমাধ্যম কর্মী হিসেবে সকলের পরিচিত সাংবাদিক মিজানুর রহমান মিন্টু (৫৩)।
শুক্রবার ফজর নামাজ পড়ার পর সকালের হাটাচলা শেষ করে সকালের নাস্তা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক মিজানুর রহমান মিন্টু একটু সমস্যা বোধ করেন। এরই মাঝে সকাল সাড়ে ৭ টার দিকে পরিবারের সদস্যরা তার নিজ বাসার সামনের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার আসর নামাজের পর নাগেশ্বরী ডিএম একাডেমী মাঠে জানাযা শেষে মাগরিব নামাজের আগে নাগেশ্বরী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে সাংবাদিক মিজানুর রহমান মিন্টর মরদেহ। জানাযা নামাজ পড়ান সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর বড় ছেলে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যায়নরত অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রেজাউল করিম রেজা।
স্থানীয় সাংবাদিক গোলাম মওলা সিরাজ বলেন, মিন্টু ভাইয়ের সঙ্গে সন্ধ্যায় কথা হলো। তাকে মিন্টু ভাই বলে ডাকতেই সে কাছে আসলো। অথচ পরদিন সকালেই তার পৃথিবী থেকে চলে যাওয়ার খবর পেলাম। এটা মেনে নিতে যেন কষ্ট বোধ হচ্ছে।
সাংবাদিক ইউনুছ আলী আনন্দ জানান, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু ভাইয়ের মৃত্যুর সংবাদটি তিনি নাগেশ্বরীর সাংবাদিক শফিকুল ইসলাম শফির মাধ্যমে জানতে পারেন। মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি শোনার পর একজন সহকর্মীর পৃথিবী থেকে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি।
তারপরেও সাংবাদিক মিন্টুর জানাযায় শরিক হয়ে তিনি সাংবাদিক মিজানুর রহমান মিন্টু ভাইয়ের রুহের মাফেরাতে দোয়া ও শোকসন্তপত্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
পাশ্ববর্তী আন্ধাড়ির ঝাড় এলাকার এক শিক্ষক বলেন, মিজানুর রহমান মিন্টু ছিল আমার ঘনিষ্টজন। তিনি একজন ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। তিনি কষ্ট মাঝে থাকলেও মানুষের ভালোবাসা পেয়েছেন। আজ তার জানাযায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তার প্রমাণ।
সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর ঘনিষ্ট বন্ধু ও বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব বলেন, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু ছিল কষ্ট চেপে রাখার মানুষ। সে অর্থনৈতিক দৈন্যতায় ভুগলেও কাউকে বুঝতে না দিয়ে কষ্ট বুকে চেপে ধরে চলতেন। অন্য কোন কর্ম না থাকায় তার অর্থনৈতিক দৈন্যতা ছিল। তিনি সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সাংবাদিক মিজানুর রহমান মিন্টু দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা পেশায় আত্ননিয়োগ করে আসছিলেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসহ স্থানীয় পত্রিকা গণকথা, চারিদিকে প্রতিদিন, বিভাগীয় পত্রিকা রংপুর চিত্র, দৈনিক তিস্তার সংবাদ, বগুড়ার পত্রিকা দৈনিক সকালের আনন্দ পত্রিকায় তিনি দক্ষতার সাথে সাংবাদিকতা করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজারে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার সংবাদ প্রেরণের দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উত্তর ধরলা প্রতিনিধি ছিলেন। সাংবাদিক মিজানুর রহমান মিন্টু নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন।
সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর জন্ম হয় নাগেশ্বরী উপজেলার দুধ কুমার বেষ্টিত চর বেরুবাড়ীতে। তিনি ওই গ্রামের মরহুম ফজলার রহমান। চর বেরুবাড়ীতে তার জন্ম হলেও স্বাধীনতার কয়েক বছর পর তার পিতা নাগেশ্বরী পৌর শহরের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় নিজস্ব জমিতে বসবাস শুরু করেন।
পরবর্তীতে পিতার পৈত্তিক সম্পত্তির ভাগ পেয়ে স্ত্রী রেহেনো বেগম, বড় ছেলে রেজাউল করিম রেজা ও ছোট ছেলে হোজায়ফাকে সাথে নিয়ে নাগেশ্বরী পৌর শহরেই বসবাস করেন সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।
তার অকাল মৃত্যুতে বিশেষ করে তার পরিবারের ৩ সদস্য পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটিকে হারিয়ে এখন বাকরুদ্ধ ও স্তব্ধ। তারা সামনের দিনে কিভাবে মরহুম সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর রেখে যাওয়া সংসারটি আগলে রাখবে এ নিয়ে চিন্তিত।