টঙ্গী থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তরের ঢাকা উত্তর প্রতিনিধি এম এম হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খবর পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভূঁইয়া। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে দৈনিক কালের কণ্ঠে’র টঙ্গী প্রতিনিধি মাহবুবুল আলম, সহ-সভাপতি পদে রোমান শেখ, যুগ্ম-সম্পাদক পদে অমল ঘোষ (সাপ্তাহিক মহানগর বার্তা), কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় মো. জাকির হোসেন (এফএনএস), প্রচার ও দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন মাস্টার (দৈনিক করতোয়া) ও নির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন পিন্টু (সাপ্তাহিক আপনারকণ্ঠ) নির্বাচিত হয়েছেন। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে মৃণাল চৌধুরী সৈকত (দৈনিক আজকালের খবর) ও লুৎফ্জ্জুামান লিটন (ভোরের ডাক) সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে লটারির মাধ্যমে অথবা নির্বাচিত সদস্যদের ভোটে পরবর্তীতে যেকোন একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাজী এসএম মনির উদ্দিন, নির্বাচন কমিশনার পলাশ প্রধান ও আবু সালেহ মুছা।
ভোটগ্রহণ চলাকালে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন, ওসি (অপারেশন) সুব্রত কুমার, এসআই মানিক মাহমুদসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।