গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে এক হিন্দু পরিবারের ৬জন সদস্য ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তাদের ইচ্ছায় স্থানীয় মসজিদের ইমাম নুর মোহাম্মদ ও মাওলানা আবদুর রহিম সকলকে কালিমা পড়িয়ে ইসলামি নাম রাখেন। ইসলাম গ্রহনকারীরা হলো- মোঃ আশিকুল্লাহ, স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন, তাদের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম জসিম তার স্ত্রী আয়েশা খাতুন প্রবাসীনীর পুত্র মোঃ জাবের আহমেদ ও মোঃ আসাদ উল্লাহ। পূর্বে তাদের নাম ছিল শ্রী অনিল চন্দ্র দাস, স্ত্রী শ্রীমতি রুনুবালা দাস, ছেলে শ্রী ঝন্টু দাস ও তার স্ত্রী লতা রাণী দাস, ছেলে জয়ন্ত দাস ও শ্রী সৌরভ দাস। হিন্দু পরিবারের ইসলাম গ্রহনে উপস্থিত মুসল্লী ও এলাকাবাসী তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।