দলের শুদ্ধি অভিযানের অংশহিসেবে জেলার গৌরনদী উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরুর আগে বিভিন্ন পদ প্রত্যাশী মহিলা আওয়ামী লীগের নেত্রীরা তাদের সমর্থক নারীদের নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করে। একপর্যায়ে সম্মেলন স্থলের কানায় কানায় পূর্ন হয়ে যায়।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম মাহেরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান জেরিন আফরোজ হেলেন প্রমুখ। সম্মেলনের উদ্বোধণ ঘোষনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামলী সাহা।