যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দির আশু চিকিৎসার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা হয়েছে। পরে বন্দি ব্যক্তির পরিবার পুলিশের শরণাপন্ন হলে প্রতারক চক্র ঘটনাটি বেমালুম চেপে যায়। এ নিয়ে গোটা কারাগারপাড়ায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের রাবেয়া বেগম অভিযোগ করেন, তার স্বামী রকিব উদ্দিন চাঁদপাড়া দারুল উলুম খাদেমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক। ওই মাদরাসার সুনাম নষ্ট করতে একটি মহল তার স্বামীর নামে ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা (নম্বর ৭৯/২৯.১০.১৯) করে। এ মামলায় রকিব উদ্দিন যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ০১৭৮৭ ৪৩১৯০৬ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনে কল দিয়ে জানানো হয়, তার স্বামী রকিবের হার্ট ব্লক হয়ে গেছে। তার হার্টের ৯০ ভাগ নিস্কিৃয়। ২৫ মিনিটের মধ্যে রিং না পরালে তিনি মারা যাবেন। তাকে কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডা. প্রফেসর শহিদুল ইসলামের তত্ত্বাবধানে তার রিং পরানো হবে। কিছুক্ষণ পরে ডা. সাহেব আপনাকে ফোন দেবেন। আপনি বিস্তারিত তার কাছ থেকে জেনে নেবেন। তবে, আপাতত বিকাশে ১ লাখ টাকা দেন। বাকি টাকা পরে দিলে হবে। এর ১০ মিনিট পরে ০১৮২৫ ০২৮২৮৮ নম্বর থেকে ফের আরেকটা কল আসে। ফোনদাতা নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বলেন, এখনই টাকা দেন। না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। তিনি বলেন, এরপর ঘটনাটি আমি কোতোয়ালি পুলিশকে জানাই। পরে বিষয়টি পুলিশ তদন্ত করেও প্রতারককে আটক করতে পারেনি।
জানতে চাইলে কোতোয়ালি থানার এসআই শারমিন আক্তার বলেন, রকিব উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম আমার কাছে এ অভিযোগটি করেছেন। তাদের পরামর্শ দেয়া হয়েছে, এটি কোনো প্রতারক চক্রের কাজ। টাকা দিতে নিষেধ করেছি। প্রতারক সনাক্তে পুলিশ মাঠে নেমেছে।
কোতোয়ালি থানার অপর এসআই মাহবুব আলম বলেন, এই ঘটনা শোনার পরে ওই চক্রের সাথে মোবাইল ফোনে কথা বলেছি। টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর চাইলে চক্রটি বুঝতে পেরে দুটি নম্বরই বন্ধ করে দিয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবু তালেব বলেন, 'রকিব উদ্দিনের শারীরিক অবস্থা ভালো আছে। তার স্ত্রীর কাছে কল দিয়ে টাকা চাওয়ার বিষয়টি কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে। এই চক্র ইতিপূর্বেও কারাগারে বন্দিদের নামে একাধিকবার টাকা নিয়েছে। এই চক্রকে ধরা প্রয়োজন।