“দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে দাকোপে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগীতায় গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুব রহমান। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার কর্মকর্তা স্টেফিন হেমব্রু, সুশীলনের উপজেলা সমন্বয়কারী রাসেল আহম্মেদ, যুব উন্নয়ন থেকে সুবিধা ভোগী প্রনব কবিরাজ, দেবকী মন্ডল, যুব উন্নয়ন দপ্তরের আব্দুল কুদ্দুস, জয়ন্ত বিশ্বাস, সুশীলনের জেন্ডার অর্গনাইজার শুকলা গোলদার, মরিয়ম বেগমসহ স্থানীয় যুবক ও যুব মহিলাবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষনপ্রাপ্ত ৯ জনের মাঝে ৪ লাখ টাকা ঋণের চেক বিতরন করা হয়।