বাগেরহাট-মংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার মহিষ খামারের সামনে মোটরসাইকেল ও পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে ২ মোটরসাইকেল আরোহী নিহত। নিহতরা হলেন, যশোর জেলার কোতোয়ালি থানার আনারুল ইসলামের পুত্র তারেক ইসলাম লিটন (২৫) ও একই এলাকার আলমগীর হোসেন এর পুত্র তুহিন হোসেন (২৮)। তাদের দুজনের মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। মোটরসাইকেলে করে তারা মংলা থেকে বাড়ির উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বাগেরহাট-মংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে সড়ক দূর্ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।