নাব্যতা সংকটের কারনে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা। এ সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই মাসের মধ্যে লঞ্চঘাটটি বর্তমান স্থান থেকে সরিয়ে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) এবং বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, পাতারহাট লঞ্চঘাটটি বর্তমানে যেখানে অবস্থিত সেখানে লঞ্চগুলোকে যেতে একটি চ্যানেল ধরে যেতে হয়। যে চ্যানেলটিতে বার বার নাব্যতা সংকট দেখা দেয়। ফলে প্রায় সারাবছর ধরেই ড্রেজিং কার্যক্রম চালাতে হয়। এতে সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে মিতুয়াপাতারাহাট নামের ওই লঞ্চঘাটটি স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা হয়েছে। এদিকে অভ্যন্তরীন রুটে লঞ্চের মাষ্টাররা জানান, ভরা বর্ষা মৌসুমেও মিতুয়া পাতারহাট লঞ্চঘাটের আশপাশে বিভিন্নস্থানে নাব্যতা সংকট দেখা দেয়। আর শীতের মৌসুমে এ সমস্যা প্রকট আকার ধারন করে। নিয়মিত ড্রেজিং করা না হলে ওই সময়ে অভ্যন্তরীন রুটের লঞ্চও ঘাটে ভিরতে পারেনা। ফলে যাত্রীদের মাঝ নদীতে ট্রলারে নামিয়ে দিতে হয়। ট্রলারে করে যাত্রীরা ঘাটে এবং একইভাবে লঞ্চে এসে উঠেন। বর্তমান ভোগান্তির থেকে ঘাট সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এ রুটের নিয়মিত যাত্রীরা ঘাট সরিয়ে যেখানে নেয়া হচ্ছে সেখানে যানবাহন যাওয়ার মতো সড়ক ব্যবস্থা চালু রাখার দাবী করেছেন।