জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পর্যটন কেন্দ্র দূর্গা সাগর এলাকায় ঘুরতে আসা তরুনী ও যুবতীদের উত্যক্ত করায় ইসমাইল হোসেন (২৪) নামের এক বখাটে যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বখাটেকে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার সকালে দন্ডপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান জানান, দীর্ঘদিন থেকে দূর্গাসাগর এলাকায় ঘুরতে আসা দর্শনার্থী তরুনী ও যুবতীদের উত্যক্তের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে তিনি ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় হাতেনাতে ইসমাইল হোসেন হাওলাদারকে আটক করা হয়। পরে ওইদিন রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইসমাইল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়। সে (ইসমাইল) উপজেলার পাংশা গ্রামের বাসিন্দা।