জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের নির্জন জঙ্গল থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রক্তাক্ত জখম অবস্থায় এক নারীকে (৪০) উদ্ধার করেছে পুলিশ। মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলের মধ্যে গোঙ্গানীর শব্দ পেয়ে পথচারীরা এগিয়ে এসে রক্তাক্ত নারীকে দেখে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে এলোপাথারি কুপিয়ে নির্জন জঙ্গলে ফেলে রেখেছে। ওই নারী নিজের নাম পুতুল এবং বাড়ি গৌরনদী বলে জানালেও আর কিছু বলতে পারেননি।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর সমস্ত শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহত নারী কিছুটা সুস্থ্য না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। তার পরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।