বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি ও বাগেরহাট টুয়েন্টিফোর এর সম্পাদক সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল’কে হত্যাচেস্টায় আটক বখাটে যুবকসহ জড়িত সকলের বিরুদ্ধে যথযথো আইনী ব্যাবস্থা গ্রহণে কতৃপক্ষের আশু দৃস্টি কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব মোল্লাহাট নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ৮টায় প্রেসক্লাব মোল্লাহাটে এক সমাবেশের মাধ্যমে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন-নিয়াজ ইকবাল একজন প্রগতিশীল সাংবাদিক, তাকে হত্যাচেস্টা ঘটনা মোটেই খাটো করে দেখার বিষয় না। জঘণ্য ওই হত্যাকান্ডে জড়িত সকলকে অনতিবিলম্বে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সমবেত সকলে।
বিবৃতি দাতারা হলেন-প্রেস ক্লাব মোল্লাহট’র সভাপতি-অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, এ্যাডঃ এস,এম, জামিরুল হক (মিন্টু), এস,এম, জহিরুল ইসলাম জাহিদ ও এস এম রাজিব সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ জেহাদ সিকদার, কোষাধ্যক্ষ-অধ্যাপক অরুন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ইরান, প্রচার সম্পাদক শেখ শাহীনুর ইসলাম শাহিন, সির্বাহী সদস্য মোর্শেদা আকতার, মিয়া পারভেজ আলম, মোস্তাহিদুর রহমান টুটুল, মোঃ তকিবুল ইসলাম ও ডাঃ হুমায়ূন আজাদ, সদস্য মোঃ গিয়াস মিয়া, ফাতেমা খন্দকার শোভা, মোঃ গোলাম রসুল, মোঃ কবির আহম্মেদ, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান ও মোঃ ইমলাক শেখ প্রমূখ।