কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে এক আলোচনা সভা গত ১ নভেম্বর সকাল ১০ টায় টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর -ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড.কমলেস কুমার সানা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুর রশিদ খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সাংবাদিক আলহাজ¦ সদর উদ্দিন আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন অফিসের সুপার ভাইজার মোঃ আছাদুল ইসলাম,অফিস সহকারী কামরুজ্জামান,ন্যাশনাল সার্ভিস এসোসিয়ানের সভাপতি আল আমিন ফরহাদ,সহ সভাপতি রোকনুজ্জামান কাজল প্রমুখ।