ইন্দুরকানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ইন্দুরকানী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডিও) এর সহযোগীতায় উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী চাড়াখালী গুচ্ছগ্রামের হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও সাংবাদিক আহাদুল ইসলাম শিমুলের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এড. এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, প্রেস ক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক এইচ. এম ফারুক হোসাইন, শাহিদুল ইসলাম শহিদ, মনিরুল ইসলাম, আবুল কালাম গাজী, মারুফুল ইসলাম, হাফিজুর রহমান, কে এম শামিম, নাসরুল্লাহ আল কাফি প্রমুখ।