বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সকালে কলেজ ,মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষাথীদের নিয়ে বিজয় ফুল (শাপলা) তৈরী; চিত্রাংকন ,কবিতা আবৃত্তি,দেশাত্ববোধক, জাতীয়সঙ্গীত,একক অভিনয় সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
চিতলমারী উপজেলা মিলানয়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুন হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা প্রমূখ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন রীনা বিস্বাস, মোঃ সাইফুল ইসলাম,উপজেলা সমবায় অফিসারও মেহেদী হামজা উপজেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা।