পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে তিন কাঁটা জমির কাঁচা ধান কেটে বিনষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নরেন্দ্র নগর গ্রামে।
নরেন্দ্র নগর গ্রামের আওয়ামী লীগের কর্মী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, একই গ্রামের ফারুকের সাথে তার পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিগত সময়ে দুইপক্ষের মধ্যে মারামারি ও মামলা মোকাদ্দমা চলে আসছে। এরই জের ধরে ফারুক গংরা গত বৃহস্পতিবার রাতের আঁধারে আমার তিন কাঁটা জমির কাঁচা আমন ধান কেটে বিনষ্ট করে দিয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সাথে যোগাযোগ করলে তিনি কাঁচা ধান কেটে নেয়ার কথা শুনে নেত্রকোনা মডেল থানার কর্মকর্তা ইনচার্জকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
নেত্রকোনা মডেল থানার কর্মকর্তা ইনচার্জ তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ফারুক ও সনুকে আটক করা হয়েছে।