কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জাতীয় যুব দিবস’২০১৯ উপলক্ষে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ১ নভেম্বর বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন হলরুমে আলোচনাসভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোজাম্মেল হক প্রধান, গোলাপ খাঁ ট্রাস্ট ও নাগরিক কমিটি-নাগেশ্বরীর সভাপতি রবিউল ইসলাম খাঁন রবি, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক এবং যুব সংগঠনের নেতৃবৃন্দ।