৩১ শে অক্টোবর (বৃহস্পতিবার) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ মোজাম্মেল হক রাসেল। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাম্মেল হক রাসেল যোগদানের পর সংক্ষিপ্ত মতবিনিময়কালে ভাল কাজে ও উন্নয়নমূলক কর্মকা-ে সকলের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, পূর্বের উপজেলা নির্বাহী কর্মকতা সরদার মোস্তফা শাহিন বদলীজনিত কারণে গত ১২ সেপ্টেম্বর ২০১৯ বাগেরহাটের শরণখোলায় যোগদান করেন। এরপর থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।