কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার আবদুল হাকিম, থানার উপপরিদর্শক অনুপ কুমার দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি,এম,রফিকুল ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিজিবি’র বসন্তপুর বিওপি কমান্ডার মোজাফফার হোসেন, খানজিয়া বিওপি’র নায়েক সুবেদার প্রমুখ। সভায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ব্যাংক ঋণ কমিটির ও এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।