মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে প্রথম দফায় সাংবাদিকের বাড়িতে হামলা ও দ্বিতীয় দফায় রাইস মিল ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার চরআটজুড়ি গ্রামে গত বুধবার বিকেলে প্রথম দফায় ও বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দ্বিতীয় দফায় প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মোঃ জেহাদ সিকদারের বাড়িতে হামলা ও রাইস মিল ভাংচুরসহ লুটের এ ঘটনা ঘটে। এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শনসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে প্রকাশ মোল্লাহাট উপজেলার চরআটজুড়ী গ্রামের সাংবাদিক মো: জেহাদ সিকদারের বাড়িতে গত বুধবার বিকেলে প্রথম দফায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে প্রতিপক্ষ বাবুল সিকদারের নেতৃত্বে ৫/৬ ব্যাক্তি। ওই ঘটনায় সাংবাদিক জেহাদ সিকদার থানায় অভিযোগ করলে প্রতিপক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষে এস,আই, মিলন উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেন। থানা পুলিশের ওই বার্তা/উদ্যোগ উপেক্ষা করে ওই রাতেই (বুধবার) পুনঃরায় হামলার প্রস্তুতি নেয় বাবুল সিকদার। বিষয়টি জানতে পেরে সাংবাদিক জেহাদ সিকদার থানাকে অবহিত করেন। থানা পুলিশ তখন তাকে অভয় দেয়াসহ নিরব থাকতে বলেন। এরপর রাত শেষে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বাবুল সিকদারের নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক রাইস মিল ভাংচুর পূর্বক ওই মিলে রক্ষিত ধানসহ প্রায় সর্বস্ব লুট করে।