রাত পোহালেই ২০১৯ সালের অষ্টম শ্রেনির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল পরীক্ষা জেডিসি অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে অফিস সুত্রে জানা গেছে। এবার পরীক্ষায় তালা উপজেলায় মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেএসসি ৫টি ও জেডিসি ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সুত্রে জানা গেছে পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০০২জন,কুমিরা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৬৫ জন ও কারিগরি শাখায় ১৪২জন,কে এম এসসি কলিজিয়েট স্কুল কেন্দ্রে ৬৪৬ জন,তালা বিদে সরকারী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১০৬৪ জন,তালা শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬১০ জন ও তালা আলিয়া মাদরাসা কেন্দ্রে ৪৬৭ জন ,পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান শান্তিপূর্ন ভাবে পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।