পাটকেলঘাটা বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে পাটকেলঘাটা বাজরের বলফিল্ড মোড়ে হাফিজের ব্যাটারি ও কাঠের দোকানে বুধবার দিবাগত রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের ৪ সেট ব্যাটারি ও অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মুল্য প্রায় এক লক্ষ টাকা। দোকানের মালিক পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের হাফিজ মোড়ল বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায় বৃহস্পতিবার সকালে এসে দেখা গেল দোকানের তালা ভাংগা ও স্যাটার খোলা ভিতরে যেয়ে দেখি দোকানের সব মালামাল চুরি হয়েছে।
এই ব্যাপারে পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তজন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।