কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকাল বেলা রেলি প্রদর্শন ও চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি মিড-ডে-মিল উদ্বোধন করেন। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো: শাহ্জাহান সিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শেষ পর্যায়ে রংপুর বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম বাল্যবিবাহ রোধে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান। উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগ্ফুরুল হাসান আব্বাসী।