কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বকান্দি গ্রামের আমান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরা হলো উপজেলার পূর্বকান্দি গ্রামের- মো. ওয়ারিশ মিয়া (৩৫) পিতা- রুপ মিয়া, মো. শাহজালাল (২৪) পিতা- মোঃ আবুল মিয়া, মাহফুজ(১৮) পিতা- আঃ খালেক, মো. আমান মিয়া (২৭) পিতা- মৃত ইউসুফ মিয়া, ইদ্রিস মিয়া (৩৬) পিতা-আ জলিল, গোলাম মোস্তাফা (৫৫) পিতা- মৃত কানু মিয়া, মো. আনোয়ার (৬০) পিতা- মৃত তারা মিয়া।
পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) অহেদ মুরাদ জানান, তাস দিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক হয়েছে। তাদের জুয়া খেলার সামগ্রী ৫২টি তাস, নগদ ৭৫৮০ টাকা ও ৭টি মোবাইল সেট জব্দ করা হয়। জুয়া আইনে মামলা হয়েছে। আজ (গতকাল) বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।