কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উইনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক আবুল কাশেম, যুবলীগ সভাপতি আবুল হাশেম মানিক, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, সমাজ সেবক আমিনুল ইসলাম ফারায়েজী প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইনিয়ন পরিষদ সচিব মাহবুবুর রহমান, ইউপি সদস্য আলী নোয়াব মিয়াজী, আবদুস সাত্তার, সামছুল হক, সহেল আহম্মেদ জনি, কামাল মজুমদার, অহিদুর রহমান, হারুনুর রশিদ, মহিন উদ্দিন, আইউব আলী, হালিমা বেগম, ছকিনা বেগম ও নাছিমা আক্তার।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মামুন অর রশিদ পিপিএম বলেন, আপনি মাদক নিমূল করতে না পারলে আপনার মরার পরে কবর জিয়ারত করার মত ভাল কোন উত্তরাধিকারী পাবেন না। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করলে নাঙ্গলকোট থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ নির্মূল হবে। তিনি দলমত নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।