দাকোপে বেসরকারী সংস্থা সুশীলনের উদ্যোগে ৫ দিন ব্যাপী এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া পশ্চিমপাড়া গ্রাম সমিতির কার্যালয়ে প্রশিক্ষনের উদ্বোধন করেন ইউপি সদস্য ইকবল হোসেন। প্রশিক্ষনে ইয়ুথদের নিজেদের উন্নয়ন এবং এলাকার উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারে তার উপর দিক নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষনে অংশ গ্রহনকারীরা এলাকার উন্নয়নে ২ টি সামাজিক উদ্যোগ গ্রহনের সির্দ্ধান্ত গ্রহন করেন। গত ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে সহায়ক হিসাবে ছিলেন নিলফিা ইয়াসমিন, স্বপ্না, ফয়সাল আহম্মেদ, দিপালী বিশ্বাস, চম্পা দাস প্রমুখ।