চট্টগ্রামের বাঁশখালীর ভূমি অফিসে ঘুষের টাকাসহ এক সহকারী কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সময় গ্রেফতারকৃত নুরুল আলম সিদ্দিকীর কাছ থেকে ঘুষের ১৫ হাজার টাকাসহ মোট ৬২ হাজার ৭৭০ টাকা পাওয়া যায়।
বুধবার বিকেলে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে দশ সদস্যের দুদকের একটি টিম গ্রেফতার অভিযানে অংশ নেয়।
দুদক জানায়, অভিযোগকারী এক ব্যক্তির কাছ থেকে জমির নামজারী করতে নেওয়া ঘুষের ১৫ হাজার টাকাসহ নুরুল আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। পরে তার অফিসের ড্রয়ার তল্লাশী করে পাওয়া যায় আরও ৪৭ হাজার ৭৭০ টাকা।
পরবর্তীতে দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। দ-বিধি ১৬১ ধারা ও দুদক আইনের ৫(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়।