মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী প্রসূতি সেবায় 'ডিএসএফ' ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়, আগামি ৩ নভেম্বর ঢাকার সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলের গ্র্যা- বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরন করা হবে।
উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেয়ার কথা রয়েছে।
শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করায় ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরষ্কার গ্রহণ করবেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন।
এদিকে মৌলভীবাজার জেলার বড়লেখা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ৩য় স্হান অর্জন করেছে বলে সুত্র জানিয়েছে।