রোহিঙ্গা বরণে প্রস্তুত ভাসানচর মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধধর্মাবলম্বী কর্তৃক জাতিগত নিপীড়ন, হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেয়া ও ধর্ষণের মতো নৃশংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গার পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর নোয়াখালীর ভাসানচরে আবাসনের জন্য প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। প্রায় দেড় হাজার একর জমিতে ইতোমধ্যে ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসনের জন্য নোয়াখালীর ভাসানচরকে প্রস্তুত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোহিঙ্গা নির্যাতন শুরুর পর থেকে জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহিংসতার জন্য মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র-ধর্মান্ধ বৌদ্ধধর্মাবলম্বীদের দায়ী এবং রোহিঙ্গাদের নির্যাতনকে ‘এথনিক ক্লিনজিং’ বা জাতি-সম্প্রদায়গত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করেছে। অ্যামনেস্টি বলেছে, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে খুন, বলপূর্বক নির্বাসন, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কর্মকা-ের প্রমাণ পেয়েছে, যা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বিধি অনুযায়ী সবই মানবতাবিরোধী অপরাধ।’
আমরা দেখছি রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে। এ অবস্থায় প্রায় ১২ লাখ মানুষকে কক্সবাজারের স্বল্প পরিসরের ক্যাম্পগুলোয় আটকে রাখা ঝুঁকিপূর্ণ। তাবুর পরিবর্তে ভাসানচরে আরও ভালো অবকাঠামোতে, স্বাস্থ্যসম্মত থাকার ব্যবস্থা করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নৌবাহিনী ওই প্রকল্প বাস্তবায়ন করেছে। জানা যায়, প্রকল্পের ক্লাস্টার হাউজগুলোর ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। ১২০টি শেল্টার স্টেশনের মধ্যে সব শেল্টারের স্টিল ইরেকশন শেষ হয়েছে। স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের অর্থায়নে দুটি হাসপাতাল, চারটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। এছাড়া ২টি স্কুল ও একটি সুপারশপও তৈরি করা হয়েছে। সেখানে খোলামেলা থাকার জায়গার পাশেই থাকবে রান্নাঘর, গোসলখানাসহ প্রয়োজনীয় অনেক সুবিধা। শরণার্থীদের মাঝে যেহেতু বিপুল নারী ও শিশু রয়েছে, সে কারণে স্থানান্তর-প্রক্রিয়া অবশ্যই ভালো উদ্যোগ হয়েছে বলে আমরা মনে করছি। প্রকল্পটির জন্য সরকারের তহবিল থেকে দুই হাজার ৩১২ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে দুই হাজার ২৬৫ কোটি ৯০ লাখ ৪৪ টাকা ব্যয় হয়েছে। বাকি ৪৬ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা ‘জরুরি তহবিল’ হিসেবে রাখা রয়েছে।
এছাড়াও দ্বীপটির নিরাপত্তা ও সুরক্ষার জন্য ৯ ফুট উচ্চতার ১২ কিলোমিটার বাঁধের কাজ শেষ হয়েছে। সমুদ্রের উত্তাল ঢেউ থেকে নিরাপত্তার জন্য দুই দশমিক এক কিলোমিটার স্ক্রিন ওয়াটারের মাধ্যমে শোর প্রটেকশনের কাজ শতভাগ শেষ হয়েছে। দ্বীপটিতে বসবাসরতদের চলাচলের সুবিধার্থে আনুমানিক ৪০ কিলোমিটার ছোট-বড় অভ্যন্তরীণ রাস্তার কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে।
রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়। তারা যাতে বাংলাদেশের মূল জনগোষ্ঠীতে মিশে যেতে না পারে এবং তাদের ঘিরে যেন কোনো রকম সশস্ত্র তৎপরতা গড়ে না ওঠে, তার নজরদারির জন্য কক্সবাজারের বর্তমান স্থান থেকে নোয়াখালীর ভাসানচরে পুনর্বাসন প্রক্রিয়ার কেনো বিকল্প ছিলো না বলেই আমরা মনে করি।