ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে টানা ২২দিন (৯ থেকে ৩০ অক্টোবর) ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছিল সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন সময় বাজারগুলোতে দেখা মেলেনি ইলিশের। তবে নিষেধাজ্ঞা শেষে নগরীর পোর্টরোডস্থ মাছের পাইকারি বাজার রুপালি ইলিশে সরগরম হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে ইলিশে সয়লাব হয়ে গেছে নগরীর পোর্টরোডের মাছের পাইকারি বাজারটি। এরআগে ভোর থেকে বরিশালের বিভিন্নস্থান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও জেলেরা পাইকারি বাজারে ইলিশ নিয়ে আসতে শুরু করেন। ফলে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়ীদের হাক-ডাক, শ্রমিকদের কর্মব্যবস্থায় টানা ২২দিন পর মুখরিত হয়ে ওঠে পাইকারি এ বাজারটি। আর একসাথে প্রচুর মাছের দেখা পেয়ে মহাখুশি জেলে থেকে শুরু করে ব্যবসায়ী ও শ্রমিকরা।
পাইকারী ব্যবসায়ীরা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে ঘিরে নদী ও সাগরে ইলিশ শিকারে টানা ২২দিনের নিষেধাজ্ঞা ছিলো। যে নিষেধাজ্ঞা শেষে ৩০ অক্টোবর রাত ১২টা থেকেই জেলেরা মাছ শিকারের জন্য নদী ও সাগরে নেমে পরেন। যদিও এখনো সাগরের মাছ অবতরণ কেন্দ্রগুলোতে আসেনি, তবে নদীর ইলিশেই সকাল থেকে বাজার দখল করে ফেলেছে।
মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, একসাথে প্রথমদিনে এত মাছ ধরা পড়ায় জেলেরা যেমন খুশি, তেমন বাজারেও মাছের দেখা মেলায় ব্যবসায়ী মহাখুশি। এভাবে ইলিশের আমদানি থাকলে সামনের দিনগুলো জেলে-ব্যবসায়ী ও শ্রমিকদের ভালো কাটবে। পাশাপাশি ক্ষতিও পুষিয়ে ওঠা যাবে। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন, সাগর থেকে মাছ আসতে কয়েকদিন সময় লাগবে। সেক্ষেত্রে নদী থেকে প্রচুর ইলিশ ধরা পরতে থাকলে এবং সাগরের মাছও আসতে শুরু করলে বাজারগুলো পুরো ইলিশে আরও সয়লাব হয়ে যাবে। ফলে ইলিশের দামও কমে যাবে।
বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নগরীর পোর্টরোডস্থ একমাত্র বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রটিতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়ছিলো। বেলা বাড়ার সাথে সাথে পাইকারী এ বাজারটিতে ইলিশের চাঁপও বাড়তে থাকে। বিভিন্নস্থান থেকে নৌকা ও ট্রলারে করে ইলিশ নিয়ে আসে ব্যবসায়ী ও জেলেরা। সকাল থেকেই ইলিশের আমদানি বাড়তে থাকায় শ্রমিকদের কাজের চাপও টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর বেড়ে গেছে। বরফকল, বরফভাঙ্গা, মাছ প্যাকিংসহ সর্বত্র তারা কর্মব্যস্ত সময় পাড় করছেন।
এদিকে বাজারে এখন পর্যন্ত যে ইলিশ এসেছে, তাতে পুরাতন বা আগে ধরে রেখে সংরক্ষন করা মাছ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এখন পর্যন্ত এ বাজারে আশা প্রতিটি ইলিশ আকার দেশে খুশি তারা। তবে স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, নিষেধাজ্ঞার সময় যে অসাধু জেলেরা ইলিশ শিকার করেছেন তাও নতুন মাছের সাথে বাজারে নিয়ে আসা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ছয় থেকে নয়শ’ গ্রামের ইলিশ পাইকারী প্রতিমন ২৪ থেকে ২৫ হাজার টাকা, এক কেজি ওজনের ইলিশ ৩০ হাজার টাকা মন ও ১২শ’ গ্রামের ওপরে ইলিশ প্রতিমন ৩৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, নদীতে প্রচুর মাছ থাকার কারণে জেলেদের জালেও প্রচুর মাছ উঠছে। যেকারনে অল্পসময়ের মধ্যে তারা মাছ ধরে বাজারে নিয়ে আসতে পেরেছেন। বাজারগুলোতে ইলিশের সরবরাহ অনেক বেশি থাকায় দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। ইলিশের পেটে ডিম রয়েছে এমন অভিযোগের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ইলিশের পেটে সারাবছর ডিম থাকে। শুধু প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। বাকী সময় ইলিশের পেটে ডিম থাকা স্বাভাবিক ঘটনা।
২২দিনে ১৪শ’ জেলের কারাদ- ॥ ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার ২২দিনে বরিশাল বিভাগের সর্বত্র চলেছে মৎস্য বিভাগের নেতৃত্বে অভিযান। ওই অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোষ্টগার্ড, নৌ-বাহিনীসহ বিভিন্ন বাহিনী সহায়তা করেছে। মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় ধারাবাহিকভাবে মোট দুই হাজার ৫৩৮টি অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি এক হাজার ৭১টি ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে এক হাজার ৭৫১টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অভিযানে আটককৃতদের কাছ থেকে সর্বমোট ৪৪ লাখ ৫৬ হাজার সাতশ’ টাকা জরিমানা আদায় এবং এক হাজার ৪৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৯ লাখ ৬৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯ মেট্রিকটন ইলিশ। পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে বরিশাল বিভাগে মোট দন্ডপ্রাপ্ত জেলের সংখ্যা ছিলো ৫৩৩ জন। ২০১৮ সালে বেড়ে দাড়ায় ৯৬১ জনে। আর এ বছর জেলের কারাদন্ডের সংখ্যা বেড়ে এক হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে।