মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ ইমাম হোসেনকে (৪৮) আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে র্যাব কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক ইমাম হোসেন মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত নয়টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে মাদারীপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে উগ্রপন্থী লিফলেট এবং বই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন নিজেকে জেএমবি’র সক্রিয় সদস্য এবং নতুনভাবে উগ্রপন্থী কর্মকা- দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করার কথা জানিয়েছে। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।