পিরোজপুরে নাজিরপুরে ৫শত ১০ পিচ ইয়াবা সহ মো. মাজহারুল ইসলাম শেখ (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক বিক্রেতা উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের আ: রহমান শেখের পুত্র। পুলিশ এ সময় ওই মাদক বিক্রেতার কাছ থেকে মাদক বেচা-কেনার নগদ ২ হাজার ৯৩৫টাকা উদ্ধার করেছে। থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ মো. মনিরুল ইসলাম মনির জানান, গত বুধবার রাত সাডে ১১টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের আক্কেল আলী হাওলাদারের বাড়ির সামনের পরিত্যাক্ত টিনের ঘরে বসে ৩ মাদক কারবারি মাদক বেঁচা-কেনা করছিলোএমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের এসআই আ: রহিমের নেতৃত্বে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ২মাদক কারবারি দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ মাজহারুল শেখকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৫শত ১০ পিচ ইয়াবা ও নগদ ২ হাজার ৯৩৫টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশ আটককৃত মাজহারুল ইসলাম সহ ৩জনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের হয়েছে।