কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নে অবস্থিত কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে স্কুল উন্নয়নের জন্য বিভিন্ন খাতে মোট ২ লক্ষ ২০ হাজার টাকার কাজ না করে ওই টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বিদ্যালয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুুমতি ছাড়া স্কুলে দিনের পর দিন অনুপস্থিত থাকা, সপ্তাহে ৩ থেকে ৪দিন স্কুলে অনুপস্থিত থাকার পর হঠাৎ একদিন উপস্থিত হয়ে হাজিরা খাতায় একসঙ্গে কয়েক দিনের উপস্থিতি স্বাক্ষর প্রদান করা, স্কুলে অনুপুস্থিত থেকে স্কুলকালীন সময়ে কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনি করা এবং সহকারী শিক্ষা কর্মকর্তা শাখাওয়াৎ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকী প্রদর্শন এবং অপমাান করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ অক্টোবর সরেজমিনে স্কুলটিতে গিয়ে, ২০১৮-১৯ অর্থ বছরে সরকারীভাবে স্কুলটির উন্নয়নের জন্য বিভিন্ন খাতে দেওয়া অর্থ সঠিক ভাবে ব্যয় না করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ সময় অষ্টমীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব, এসএমসির সদস্যবৃন্দ এবং স্কুল সংলগ্ন নটারকান্দি গ্রামের সাধারণ জনগন ও ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ২০১৮-১৯ অর্থ বছরে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারীভাবে রুটিন মেইনটেন্যান্স খাতে ৪০ হাজার, মাইনর মেরামত খাতে ২ লক্ষ, প্রাক প্রাথমিক খাতে ১০ হাজার ও স্লিপ গ্রান্ড খাতে ৭০ হাজার টাকা মিলে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। যার মধ্যে মাইনর মেরামতের ২ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস থেকে ছাড় দেওয়া হয়। এ ছাড়া রুটিন মেইনটেন্যান্স, প্রাক প্রাথমিকও স্লিপ গ্রান্ডের টাকা সহ মোট ২ লক্ষ ২০ হাজার টাকা শিক্ষা অফিস থেকে স্কুলটির একাউন্টে ছাড় দেওয়া হয়। ওই টাকার কাজ সন্তোষ জনক হলে মাইনর মেরামতের বাকী ১ লক্ষ টাকা ছাড় দেওয়ার কথা রয়েছে।
স্কুলটি পরিদর্শনের সময় প্রধান শিক্ষক আবু সাঈদের নিকট প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলে তিনি জানান, তিনি এসব তার নিজ বাসায় রেখে এসেছেন। অপরদিকে মাইনর মেরামত সহ বিভিন্ন খাতের টাকা ব্যয় করার পূর্বে ৫ সদস্যের এ্কটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠণ করার বিধান থাকলেও, তিনি তা করেননি মর্মে উপস্থিত সিএমসির সদস্য আশরফ আলী মুন্সী ও আবদুর রহিম ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের সামনেই জানান। এসএমসির সদস্য আবদুর রহিম বলেন, প্রধান শিক্ষক তার হাতে ১০ হাজার টাকা দিয়ে বলেছিলেন,স্কুলের উন্নয়নের জন্য মাত্র ১০ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ওই টাকা হাতে দিয়ে তাকে একটি টিউবয়েল কিনে বসানো, গোড়া পাকা করা এবং টিনের লেট্রিন মেরামত করতে বলেন, এ সময় স্কুলটির সিএমসির সভাপতি হাসমত আলী ডিলার উপস্থিত ছিলেন। এসমসির সদস্য বৃন্দ জানান, স্কুল উন্নয়নে ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের কথা আমাদেরকে জানানো হয়নি।
অপরদিকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাখাওয়াৎ হোসেন অষ্টমীরচর,রাণীগঞ্জ এবং নয়ারহাট ইউনিয়নের ক্লাষ্টারের দায়িত্বে আছেন। তিনি জানান, গত ২৩-০৯-২০১৯ ইং তারিখে স্কুলটি পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের বিধি বর্হিভূত আচরণ সমূহ পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করার সময়, প্রধান শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকী প্রদর্শন করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু তালেব বলেন, প্রধান শিক্ষক তার সামনে সহকারী শিক্ষা অফিসারকে অপমান করেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সালেহ সরকার জানান প্রধান শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতা রয়েছে। তিনি নিজে স্কুলটি সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানান। প্রধান শিক্ষক প্রাক প্রাথমিকের ১০ হাজার টাকা বরাদ্ধ থেকে ২,৮৫০/= টাকা, রুটিন মেইনটেনেন্সের ৪০ হাজার টাকা বরাদ্ধের মধ্যে ৬ হাজার টাকা, স্লিপ এর ৭০ হাজার টাকা বরাদ্ধের মধ্যে ৩৫০/= টাকা এবং মাইনর মেরামতের ২ লক্ষ টাকা বরাদ্ধে থেকে মাত্র ২৭ হাজার টাকা ব্যয় করার প্রমাণ তিনি পেয়েছেন। প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি পত্র জেলা প্রাথমিক অফিসার,কুড়িগ্রাম বরাবরে পাঠিয়েছেন মর্মে জানান।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সাঈদকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, টাকা আত্মসাৎ এর অভিযোগ সহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা। তিনি প্রাপ্ত টাকা স্কুল উন্নয়নে সম্পূর্ণরুপে যথাযথভাবে ব্যয় করেছেন বলে জানান।