মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখায় খুশি রংপুর ও বদরগঞ্জের মানুষ। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগীরা।রংপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক জানান, মুক্তিযুদ্ধের সময় আজাহার দিনাজপুরের পার্বতীপুর ও রংপুরের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়েছেন। তিনি ছিলেন এ অঞ্চলের মূর্তিমান আতঙ্ক। তার সহায়তায় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নারীদের ধরে এনে রংপুর টাউন হলে নির্যাতন ও হত্যা করে সেখানকার একটি কুয়ায় ফেলে রাখতো।
আজহারের নির্যাতনের শিকার হয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নান্নু। তার ভাই সাখাওয়াত রাঙ্গা জানান, নান্নুকে বেতপট্টি থেকে তুলে নিয়ে রংপুর কলেজের একটি ছাত্রাবাসে কয়েকদিন আটকে রেখে নির্যাতন করেন আজহার। পরে মৃত ভেবে তাকে সেখানেই ফেলে রাখা হয়। পরিবারের সদস্যরা নান্নুকে উদ্ধার করে।
রাঙ্গা আরো জানান, অনেক নিরীহ মানুষ আজহারের নির্যাতনের শিকার হয়েছে। তার মৃত্যুদণ্ড বহাল থাকায় খুশি ভুক্তভোগীরা। রায় দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছেন তারা।