(মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে বস্তিবাসী ও হকারদের পূনর্বাসন, হাতে হাতে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাজ থেকে ধান ক্রয়, কৃষি ফসলের ন্যায্য মূল্য ও আর্মী রেটে রেশনের দাবীতে শহরে গতকাল বাসদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি বাজারে সমাবেশে মিলিত হয়। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন, বস্তিবাসী আলেয়া খাতুন, আবদুল জলিল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন সাম্প্রতিক সময়ে ফুটপাতের সকল হকারকে উচ্ছেদ করা হয়েছে। এই ফুটপাতের ব্যবসার উপরই তাদের পরিবারের ভরণ-পোষণ নির্ভর করত। এখন তারা সম্পূর্ণ বেকার। তাদেরকে উচ্ছেদ করার পূর্বে প্রশাসন তাদের ভবিষ্যতের কথা একবারও ভাবলো না। তারা চায় অনতিবিলম্বে তাদের বিকল্প ব্যবস্থা করা হোক।
বাসা ভাড়া দিয়ে শহরে থাকা তাদের মত হকার ও ক্ষুদ্র কর্মজীবীদের পক্ষে সম্ভব নয় তাই তারা বিভিন্ন বস্তি, রেলের ধারে কোন রকমে বসবাস করেন। এখন শোনা যাচ্ছে রেলের ধারের বস্তি থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই কেউ শখ করে রেল লাইনের ধারে, বস্তিতে থাকে না। বিলাসিতার জন্য থাকে না। তারা বাধ্য হয়েই এরকম জীবন যাপন করে। তাই তাদের উচ্ছেদ করা মানে খোলা আকাশের নিচে ঠেলে দেয়া।
আমরা জানি পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। কিন্তু প্রশাসন এই নিষেধাজ্ঞা অমান্য করে বস্তি উচ্ছেদের চেষ্টা করে। আমরা প্রশাসনের এই বেআইনী পদক্ষেপের নিন্দা জানাই।