বরিশাল বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ছোঁড়া ইটের আঘাতে তাপস মিস্ত্রি নামের এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনা দোকান মালিক সজীব সাহা বাদী হয়ে ৪ জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাবুগঞ্জ বন্দরের শান্তনা মিষ্টান্ন ভান্ডার এ- হোটেলে রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের উমর আলী জোমাদ্দার’র ছেলে শুভ জোমাদ্দার ও কালু জোমাদ্দারের ছেলে রাহাত জোমাদ্দার রুটি খাওয়ার জন্য আসেন এ সময় শুভ হোটেল কর্মচারী তাপসকে রুটির সাথে ডিম সরবরাহ করার জন্য বলেন ডিম দিতে দেরি হওয়ায় শুভ উত্তেজিত হয়ে গালমন্দ শুরু করে এ সময় তাপসের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শুভ দোকানের সামনে থেকে একটি ইট তাপসের গায়ে ছুঁড়ে মারে এতে তাপসের মাথায় গুরুতর জখম হলে তিনি মাটিতে লুটিয়ে পরে। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে হামলাকারী আরো ক্ষিপ্ত হয়ে উঠে। দোকানের মধ্যে তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে এবং ক্যাস কাউন্টার থেকে নগদ ১০ হাজার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করেন। স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করলে ওসি মোঃ মিজানুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা কারীদের গ্রেফতার করতে তাৎক্ষণিক বিভিন্ন স্থানে অভিযান চালায়। এদিকে হামলা পরবর্তী বাজার ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেন। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এদিকে হামলার ঘটনার তৎক্ষনিক মামলা গ্রহন করেন ওসি মিজানুর রহমান। এ ব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, বাবুগঞ্জ থানা থেকে ৫’শ গজ দূরত্বে এমন দুঃসাহসিক কাজ যারা ঘটিয়েছে তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বাবুগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মাইনূল হোসেন পারভেজ বলেন, বিগত এক যুগে বাবুগঞ্জ বন্দরে কোন ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা ঘটেনি। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান।