কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম তালুকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলমিলনায়তনে এইচ,বি,বি (হেরিং বন্ড বোন) প্রকল্পের ৫টি গ্রুপের ২ কোটি প্রায় ৭৯ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের টেণ্ডারড্রপ করা হয়। এই সময় ১নং গ্রুপের মোঃ রাজিব মিয়া ৭৬ লক্ষ ৮৪ হাজার টাকার কাজ, ২নং গ্রুপের ৬৮ লক্ষ ৭ হাজার, ৩নং গ্রুপের ৪২ লক্ষ টাকা, ৪নং গ্রুপের ৫১ লক্ষ ৬ হাজার টাকা ও ৫নং গ্রুপের ৩৬ লক্ষ টাকার বিভিন্ন ঠিকাদাররা উন্নয়নের কাজ পান। এই সময়ে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম তালুকদার, বাজিতপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।