রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে রংপুরের নবাগত পৃুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানদের সাথে মত বিনিময় করেন। এ সময় সাংবাদিকদের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার,সম্পাদক এটি এম মাজহারুল ইসলাম মিলন ,প্রবীন সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু,সরওয়ার জাহান,সুলতান আহমেদ সোনা,গোলাম কবীর বিলু,শাহ সাদা মিয়া,হাসান আলী প্রধান,আনজারুল হক ও ডি এম হাকিম বক্তব্য রাখেন। মত বিনিময়কালে পুলিশ সুপার বলেন-পুলিশ ও সাংবাদিকদের সব সময়ই ব্যস্ত থাকতে হয়। কোন ঘটনা ঘটলেই সেখানে যেতে হয় তাদের। এতে অনেক সময় নানা সমস্যায় পড়তে হয়। এর আগে পীরগঞ্জ সরকারি শাহ আবদুর রউফ কলেজ প্রাঙ্গনে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত মাদক ও জঙ্গী বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার। এতে সভাপতিত্ব করেন-অধ্যক্ষ রাসেদুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র,প্রেসক্লাবের সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন,অধ্যক্ষ খলিলুর রহমান,পীরগঞ্জ পৌর আ.লীগের সভাপতি আলহাজ¦ হাইফুজ্জামান ফুল ও সম্পাদক আশিয়ার রহমান মাস্টার প্রমুখ।