রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বয়ারমাী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ইসমাইল হোসেনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠে কিছুদিন আগে। এনিয়ে স্থানীয় এলাকাবাসী তার বিরুদ্ধে লিখিত আভিযোগ গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) বরাবর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাটি সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত দেওয়া হয় মাটিকাটা ইউনিয়নের বড়গাছি ভূমি উপ সহকারি কর্মকর্তা মোঃ রফিকুলকে।
গত ২৩ অক্টোবর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরেজমিনে তদন্তে গিয়ে সত্যতা পাই। তদন্ত রিপোর্ট গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পেশ করলে তারই নির্দেশ ৩০ অক্টোবর সরকারের পক্ষ হতে ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করে। গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৫৬। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল বারি। মামলায় চর বয়ারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ ইসমাইল হোসেন কে ১ নং আসামি এবং হরিশংকপুর গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে মোঃ হিটলার কে ২ নং আসামি করা হয়।
মামলায় অভিযোগ সূত্রে জানাযায়, গোদাগাড়ী ভাটোপাড়া মৌজার রাস্তা উপরস্থ ও পাঁচগাছি মৌজার ৫২৯ দাগের ১ নং খাস খতিয়ান ভূক্ত নাইস মিষ্টান্œ ভান্ডারের সম্মুখ হতে সরকারী রাস্তার উপরস্থ ৪০-৪৫ বছরের ৭ টি বাবলার গাছ এবং ভাটোপাড়া মৌজার সরকারী রাস্তার উপরস্থ হইতে ৪ টি বাবলার গাছ কর্তন করে। এই ঘটনায় স্থানীয় জনগণ গাছ কাটার বিষয়টি স্বীকার করে। আসামিরা নিজ ইচ্ছায় গাছগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়াই অবৈধভাবে কর্তন করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে নিজেরা আত্মসাৎ করেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।
মামলার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্তের ইনচার্জ (ওসি) আবদুল বারী বলেন, সরকারি গাছ কাটার মামলা গোদাগাড়ী মডেল থানায় দায়ের হয়েছে। আমি তা তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো বলে জানান।