মুন্সীগঞ্জ শ্রীনগরে ওয়ারেন্ট ভূক্ত ও সাজা প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গত কাল ৩০ অক্টোবর বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে বাছের শেখের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের এ.এস.আই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শ্রীনগর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে সিএনজি ও অটোরিক্সা চুরি মামলার ৬টি ওয়ারেন্ট রয়েছে। এছারা সে ১টি মামলার ২ বছরের সাজা প্রাপ্ত আসামী।