জুয়াড়ির কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাবের তথ্য গোপন রাখায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সবধরনের ক্রিকেট থেকে দুই বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ হয়েছেন। সাকিবের নিষেধাজ্ঞা দেশের ক্রিকেটভক্তরা মেনে নিতে পারছেন না। হঠাৎ করে এমন খবরে হতবাক সবাই। তেমনি কিশোরগঞ্জের ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে নানা মিশ্র প্রতিক্রিয়া। বৃহস্প্রতিবার সামাজিক সংগঠন উত্তরণ কিশোরগঞ্জ এর সভাপতি মোঃ শফিউল আলম এ প্রতিবেদককে বলেন, আইসিসি ক্রিকেট বিশ্বের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। বিশ্ব নন্দিত ক্রিকেট তারকা সাকিব আল হাসান জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইসিসি /বিসিবিকে না জানিয়ে ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আই.সি.সি’র তদন্তকাজে সাকিবের সরল উক্তি ও সহযোগিতার জন্য আইসিসি সন্তুষ্ট হয়ে শাস্তির মেয়াদ ২ বৎসর থেকে ১ বৎসরে কমিয়ে দিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বিসিবি সভাপতি / বিসিবিকে নিয়ে বিতর্ক কিংবা সমালোচনা করা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভাল খবর নয়। বিশ্বের সাকিব ভক্তসহ মাননীয় প্রধানমন্ত্রী ও বিসিবি সাকিবের পক্ষে আছেন। বর্তমান দুঃসময় কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট ও সাকিব আল হাসান আমাদের ক্রিকেটকে বিশ্বের দরবারে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ। ক্রিকেটভক্ত সাইফুল ইসলাম বলেন,সাকিবকে নিয়ে ষঢ়যন্ত্র চলছে। ষঢ়যন্ত্রের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।