ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত শিশুদের দ্রুত মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালত এ আদেশ দেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম ও ইসরাত হাসান।
পরে আদালত স্বপ্রণোদিত হয়ে দণ্ডিত শিশুদের দ্রুত মুক্তি দিতে নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশু আইন স্পষ্ট বলা আছে, অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, অপরাধে জড়িত থাকা শিশুর বিচার শুধু শিশু আদালতেই হবে। অথচ ভ্রাম্যমান আদালত শিশুদের দণ্ড দিয়ে চলেছেন। এ মুর্হুতে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে ১২১টি শিশুর সন্ধ্যান পাওয়া গেছে, যাদের দণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।