বাবা হলেন কে.জি.এফ সিনেমাখ্যাত অভিনেতা যশ। বুধবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী রাধিকা পন্ডিত। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি যশ-রাধিকা দম্পতি। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে গত বছর ডিসেম্বরে তাদের মেয়ে আয়রার জন্ম হয়। এরপর গত জুনে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে যশ জানান, ফের বাবা হতে যাচ্ছেন তিনি। অশোক কাশ্যপের ‘নন্দগোকুলা’ টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন যশ-রাধিকা। ২০০৮ সালে মোগিনা মানাসু সিনেমাতে অভিনয়ের মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় পা রাখেন। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। দুই পরিবারের সম্মতিতে ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এ জুটি। গুগলি, মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি, মাস্টারপিস ও সর্বশেষ কে.জি.এফ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন যশ। অন্যদিকে লাভ গুরু, কৃষ্ণা লাভ স্টোরি সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন রাধিকা পন্ডিত। এ অভিনেত্রীর ড্রামা, বাহাদুর, মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি সিনেমাগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।