সাতক্ষীরার কলারোয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২নভেম্বর কলারোয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর উপজেলায় জেএসসি’র ৪টি, জেডিসি’র ১টি কেন্দ্রে মোট ৫৪০০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এদের মধ্যে ২৩০৮জন ছাত্র ও ৩০৯২জন ছাত্রী রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়-জেএসসি পরীক্ষার ৪টি কেন্দ্র কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে (কেন্দ্র কোড-২৫৭) পরীক্ষার্থী সংখ্যা ১৫৮২জন, কলারোয়া গার্লস হাইস্কুলের (কেন্দ্র-৪৪১) ভেন্যু বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ১১৪৪ জন, সোনাবাড়ীয়া হাইস্কুল (কেন্দ্র কোড-৩৭২) ভেন্যু সোনার বাংলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ১১০৩ জন ও খোরদো এমএল মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র কোড-৪০৯) ভেন্যু খোরদো সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫৫৩ জনসহ মোট ৪৩৮২জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অপরদিকে, জেডিসি পরীক্ষায় কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে ১০১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন।