বরগুনার আমতলী নুতন বাজার চৌরাস্তার দখিন পাশে তালুকদার মার্কেটের ৫ তলার ছাদে বিশেষ ভাবে তৈরি করা ঘরে দেহ ব্যবসা চালাচ্ছেন একই ভবনে থাকা হোটেল নিউ ডিলাক্সের ভাড়াটিয়া মালিক মো. সিদ্দিকুর রহমান।
বুধবার বিকালে আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে হোটেল নিউ ডিলাক্স থেকে দেহ ব্যবসায়ী রুমা (২০) পায়েল (২২) হোটেল ম্যানেজার রুহুল আমিন (৩৫) জামাল হাওলাদার (৩৫) কে আটক করেন। আমতলী থানার কর্মকর্তা ইনচার্জ মো. আবুল বাশার জানান, আটককৃতদের বিকাল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক কমলেশ মজুমদারের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আটককৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় রুমা (২০) পায়েল (২২ )কে ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০দিন করে কারাদণ্ড ও হোটেল ম্যানেজার রুহুল আমিন (৩৫) হোটেল মালিক সিদ্দিকুর রহমানকে (৫০) কে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০দিনের কারাদণ্ড প্রদান করে হোটেলটি সিলগালা করে দেন।