বরগুনার আমতলীতে বে সরকারী সংস্থা ফ্রেন্ডশীপ এর আয়োজনে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক জিসিসি এর আর্থিক সহায়তায় গ্রান্ড চ্যালেঞ্জ কানাডা ও গ্রান্ড ডেভিস কানাডা প্রকল্পের গ্রামীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষ্যে ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৩০ অক্টোবর)থেকে শুরু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় এনএসএস ট্রেনিং সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন -অর- রশিদ। ফেন্ডশীপ আমতলীর দায়িত্বপ্রাপ্ত প্যারামেডিকস কর্মকর্তা মোসাঃ নিপা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশীপ সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা ডাঃ ফারহানা কবির, ফ্রেন্ডশীপ সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা (স্বাস্থ্য) ডাঃ জেসমিন-উল- জান্নাত কবির, আমতলী প্রেসক্লাবের সদস্য মোঃ খালেদ মোশাররফ সোহেল। আরও উপস্থিত ছিলেন গুলিশাখালী ও আঠারগাছিয়া ইউপি সদস্য-মহিলা সদস্য, ইমাম ও গুলিশাখালী ও আঠারগাছিয়া ইউনিয়নের সংগঠকবৃন্দ।
প্রশিক্ষণে গুলিশাখালী ও আঠারগাছিয়া ইউনিয়নের মোট ২৬জন সংগঠক ও সদস্য অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ফ্রেন্ডশীপ সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা ডাঃ ফারহানা কবির, ফ্রেন্ডশীপ সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা (স্বাস্থ্য) ডাঃ জেসমিন-উল- জান্নাত কবির ও ফেন্ডশীপ আমতলীর দায়িত্বপ্রাপ্ত প্যারামেডিকস কর্মকর্তা মোসাঃ নিপা।