উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মি. রুয়েল সাংমা পৌরসদরের হাসপাতাল মোড়ে ৩টি ফার্মেসী দোকানীকে ৪৫ হাজার টাকা জরিমানা ও ১টি ফার্মেসীকে নিয়মিত মামলা দিয়েছে ভ্রাম্যমান আদালত।ঔষধ প্রশাসনের উদ্যোগে বুধবার ৩০ অক্টোবর বিকেল ৪টার দিকে এ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নিবার্হী হাকিম প্রতিবেধককে জানান, হাসপাতালের মোড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বেলা ফার্মেসীকে ৫ হাজার, মা ফার্মেসীকে ২০ হাজার,অনাদায়ে ৩মাসের জেল, সাইমা ফার্মেসী ২০ হাজার,রাফিয়া ফার্মেসী’র মালিক রফিকুল ইসলাম রফিক মোবাইল কোর্ট দেখে পালিয়ে যাওয়ায় দোকানীকে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।